Site icon Jamuna Television

২৮ তারিখে ‘জেইসা কুকুর, তেইসা মুগুর’ দিতে হবে: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

২৮ তারিখে জেইসা কুকুর, তেইসা মুগুর দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় তিনি বলেন, এটা জয় বাংলার দেশ, এই দেশের মানুষ জয় বাংলার পক্ষে, শেখ হাসিনার পক্ষে।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কিছু কথা থাকে জাহেরে, কিছু কথা থাকে বাতেনে। জাহেরের কথা এখানে আলাপ হচ্ছে। বাতেনের কথা বলা লাগবে নাকি আপনারা বোঝেন? এ সময় নেতারা তার কথায় সম্মতি দিলে নানক বলেন, ২৮ তারিখে জেইসা কুকুর তেইসা মুগুর দিতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ২৮ তারিখের পরে ওরা যদি কর্মসূচি দেয় তাহলে প্রতিটি দিন আপনাদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে।

/এমএইচ

Exit mobile version