Site icon Jamuna Television

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ২ চিকিৎসক ঢাকায়

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল থেকে দুই বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২৫ অক্টোবর) হজরত শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা অবতরণ করেন।

দু’জন চিকিৎসক হলেন, ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং ডা. হামিদ আহমেদ আব্দুর রব। বাকি চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডস রাত দুইটার (মধ্য রাতে) দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অনেকদিন ধরেই তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

এটিএম/

Exit mobile version