Site icon Jamuna Television

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত আল-জাজিরার সাংবাদিকের পরিবার

ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের হামলায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন তারা। সেখানেই ইসরায়েলি আগ্রাসনের শিকার হন আল–দাহদুহর পরিবার। খবর আল জাজিরার।

বুধবার (২৫ অক্টোবর) রাতে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালায়। সেখানেই প্রাণ হারান এই সাংবাদিকের পরিবার। এ হামলায় আরও অন্তত ২৫ জনের প্রাণ গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের আগে বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে সতর্ক করে। এরপরই ওয়ায়েল আল-দাহদুহ তার পরিবারকে গাজার উত্তরে নুসেইরাত শরণার্থী শিবিরে পাঠিয়ে দিয়েছিলেন। তবে সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি তাদের।

শরণার্থী শিবিরে চালানো এমন নৃশংস হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এসজেড/

Exit mobile version