Site icon Jamuna Television

মাহমুদউল্লাহর ইনিংস জাগিয়ে তুলতে পারে বাংলাদেশকে: রমিজ রাজা

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা মাহমুদউল্লাহর সেঞ্চুরি জাগিয়ে তুলতে পারে বাংলাদেশ দলকে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

নিজের ইউটিউব চ্যানেলে মাহমুদউল্লাহর ১১১ রানের ইনিংসটির ভূয়সী প্রশংসা করেছেন রমিজ রাজা। তিনি বলেন, টপ-মিডল অর্ডার যদি দ্রুত প্যাভিলিয়নে ফেরে, তাহলে দলের ওপর চাপ বেড়ে যায়। এর মধ্যেও অনবদ্য এক ইনিংস খেলেছে মাহমুদউল্লাহ। বিশ্বকাপে এটা তার তৃতীয় সেঞ্চুরি। খেলার একপর্যায়ে হেলমেটে বল লেগেছিল তার। এরপরও সে হুক-পুল অনেক ভালো খেলেছে। চুপচাপ ব্যাটিং করার কারণে মাহমুদউল্লাহ তার পছন্দের ব্যাটসম্যান বলে জানান পিসিবির সাবেক প্রধান।

পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়ার জন্য বাংলাদেশের ঘরের মাঠের স্পিনিং উইকেটকে দায়ী করেছেন রমিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের উচিত ঘরের মাঠে গতিময় উইকেট তৈরি করা। তাতে এমন ব্যাটাররা উঠে আসবে, যারা ভালো উইকেটে ফাস্ট বোলারদের মোকাবিলা করতে পারে। এতে তাদের সামগ্রিক ক্রিকেটেরও মান বৃদ্ধি পাবে। ভালো বা বাউন্সি উইকেটে নিয়মিত খেললে আপনার ব্যাটিং-বোলিং দুটোরই উন্নতি হবে। এমনটা হলে, বড় টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২৮ অক্টোবর ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে, রমিজ রাজার দলের খেলা ২৭ অক্টোবর চেন্নাইয়ে।

Exit mobile version