Site icon Jamuna Television

অনিয়ম থামানো না গেলে প্রয়োজনে সারাদেশে ভোট বন্ধ করে দেয়া হবে: সিইসি

জাতীয় নির্বাচনে অনিয়ম বন্ধ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। প্রত্যাশা প্রথম থেকেই ছিল কিন্তু এখনও নির্বাচনের অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।

সিইসি বলেছেন, বিএনপিকে আলোচনার জন্য নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালেও দলটি সাড়া দেয়নি। তবে আমন্ত্রণের চেষ্টা চালিয়ে যাবে কমিশন। ইসি চায় রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের মতামত উপস্থাপন করুক। এজন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি এবং সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদেরকে আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।

নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিজাইডিং অফিসারের কেন্দ্র ত্যাগের কথা বলেন সিইসি। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।

কাজী হবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর কৌশল তাদের নিজস্ব ব্যাপার। আমরা এর মধ্যে অনধিকার চর্চা করবো না। কর্মশালায় অংশ নেয়া গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

/আরএইচএ/এমএন

Exit mobile version