Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

বিশ্বকাপের ২৫তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ইনজুরিতে পড়া রিস টপলি খেলবেন না এই ম্যাচে। এছাড়াও একাদশে নেই হ্যারি ব্রুকস ও গুস অ্যাটকিনসন। তাদের বদলে একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মঈন আলী, ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন।

শ্রীলঙ্কা একাদশেও এসেছে দুই পরিবর্তন। একাদশে এসেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু কুমারা।

ইংল্যান্ডের একাদশ: ডাউইদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।  

শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।

/এমএইচ

Exit mobile version