Site icon Jamuna Television

রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে আইসিসি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার এক ভিডিও বার্তায় একথা জানান আইসিসি’র প্রধান কৌঁসুলি ফাতোও বেনসুদা।

তিনি বলেন, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ অনুসন্ধান শুরু হতে পারে। আপাতত রোহিঙ্গাদের জোরপূর্বক দেশ ত্যাগের পেছনের কারণ খতিয়ে দেখবে আইসিসি।

নির্যাতনের অভিযোগগুলোর মধ্যে রয়েছে- রোহিঙ্গাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, গণহত্যা, যৌন সহিংসতা, গুম, বসতভিটায় হামলা ও লুটপাট।

গত মাসে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে জাতিসংঘ। যার প্রেক্ষিতে মিয়ানমারের বিচার করার পক্ষে ৬ সেপ্টেম্বর মতামত দেয় আইসিসি। যা প্রত্যাখ্যান করে নেইপিদো। রাখাইনে সেনা বর্বরতার শিকার হয়ে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version