Site icon Jamuna Television

রোহিঙ্গাদের রাষ্ট্রীয় পরিচয় নিশ্চিতের তাগিদ জাতিসংঘের

রোহিঙ্গা সংকট সমাধানে আবারো তাদের রাষ্ট্রীয় পরিচয় নিশ্চিতের তাগিদ দিলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির মুখপাত্র আন্দ্রেজ মাহেকিচ জানান, সংকটের মূলেই রয়েছে রোহিঙ্গাদের নাগরিত্ব ইস্যুটি।

আনান কমিশনের সুপারিশ অনুসারেই রাখাইনের সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীটি ঘিরে যে সংকট চলছে তার সমাধানের আহ্বান জানান মিয়ানমার সরকারকে। মঙ্গলবার, জেনেভার জাতিসংঘ দপ্তরে এ আহ্বান জানান মাহেকিচ। বলেন, একমাত্র সুচি সরকারের সদিচ্ছা থাকলেও উদ্বাস্তু রোহিঙ্গারা তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে। সংস্থাটির হিসেবে গেল ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা উদ্বাস্তু।

Exit mobile version