Site icon Jamuna Television

আনসার ব্যাটালিয়ন বিল পাশে পুলিশের মতামত প্রাধান্য পাবে: আইনমন্ত্রী

পুলিশ বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়ে আনসার ব্যাটালিয়ন বিল পাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলছেন, কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। বিষয়টি সংসদে উঠবে না। এই ইস্যুতে আলোচনার সুযোগ নেই। নির্বাচন তফশিল ঘোষণার পর হবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিসভা ছোট বা বহাল রাখার এখতিয়ার প্রধানমন্ত্রীর।

আইনমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করার জন্য অতীতে সকল চেষ্টা করেছে। সংবিধান মতে ভোট হবে, যারা আসবে ওয়েলকাম। যারা আসবে না সেটা তাদের ব্যাপার।

তিনি আরও বলেন, রাতের বেলা আদালত বসছে এমন খবর দেখেছি। তবে আদালত থেকে কোনো রিপোর্ট পাইনি।

/এমএন

Exit mobile version