Site icon Jamuna Television

ডিএমপিকে বিএনপির জবাব; নয়াপল্টনেই সমাবেশের ব্যাপারে অনড় দলটি

২৮ অক্টোবর সমাবেশের জন্য বিএনপিকে বিকল্প ভেন্যুর নাম দিতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে, সেই আহ্বানে সাড়া না দিয়ে নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানেই রয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এক ব্রিফিংয়ে বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে রাস্তায় সমাবেশ না করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। জনভোগান্তির কথা মাথায় রেখে সড়ক বাদ দিয়ে উন্মুক্ত স্থান বা মাঠে সমাবেশ করার কথা বলা হয়েছে। এজন্য দুই দলের কাছ থেকেই বিকল্প ২টি ভেন্যুর নাম চাওয়া হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিএনপির কাছে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চায় ডিএমপি।

জবাবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পুলিশকে পাল্টা চিঠি দিয়ে বিএনপি জানিয়েছে, নয়াপল্টনেই সমাবেশ করবে তারা। কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হবে না। দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে। এ কথা আজ লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।

চিঠিতে বিএনপি বলেছে, ২৮ অক্টোবরের সমাবেশ তারা নয়াপল্টনেই করতে চায়। বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। চিঠিতে ওই দিনের সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে বলেও উল্লেখ করেছে দলটি। বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি দিয়েছেন।

এর আগে, বুধবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেছিলেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে বিএনপি একাধিকবার শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে বলে জানিয়েছিলেন তিনি।

/এএম

 

Exit mobile version