Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেন সাকিব

ছবি: সংগৃহীত

মিরপুরে দ্বিতীয় দিনের মতো কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। আজ বিকেলেই কলকাতার বিমান ধরার কথা রয়েছে টাইগার ক্যাপ্টেনের।

বিশ্বকাপে বাজে ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক নিজের ফর্ম ফিরে পেতে মরিয়া। তাইতো দেশে ফিরে টানা দ্বিতীয় দিনও মিরপুরে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন করেছেন সাকিব। বুধবার (২৫ অক্টোবর) দেশে ফিরেই শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

ব্যক্তিগত অনুশীলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় ও শেষ দিনের মতো মিরপুরে আসেন সাকিব আল হাসান। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর সেখানে ৩ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটের দিকে ত্যাগ করেন হোম অফ ক্রিকেট। জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়বেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

/আরআইএম

Exit mobile version