Site icon Jamuna Television

নাটোরে অতিরিক্ত মদ্যপানে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে দুর্গাপুজার প্রতিমা বির্সজনের দিন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ্ হয়ে রুদ্র গোস্বামী নামের এক কলেজছাত্র (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রুদ্র গোস্বামী সদরের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর বড় ছেলে। তিনি শহরতলীর দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার দুর্গাপুজার প্রতিমা বির্সজনের সময় আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ্ হয়ে পড়েন রুদ্র। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, নিহতের ময়নাতদন্ত শেষে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএস/এটিএম

Exit mobile version