Site icon Jamuna Television

উসকানিতে নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সমাবেশ সফল করতে জামায়াতের আহ্বান

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।

কোনো ধরনের উসকানি, অসাংবিধানিক অপতৎপরতায় বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি এ সময় আহ্বান জানান তিনি। বলেছেন, গোটা জাতি এক দফার দাবিতে ঐক্যবদ্ধ। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা না করে সরকার গণগ্রেফতার চালাচ্ছে।

মুজিবর রহমান দাবি করেন, সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা না করে প্রশাসন উল্টো বাধা দিচ্ছে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। এজন্য সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠিও দেয় দলটি। তবে ডিএমপি বলছে, জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।

এমএন/এটিএম

Exit mobile version