Site icon Jamuna Television

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৩০০ ছাড়ালো

আরও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তাতে দেশে এই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩০৬-এ দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালগুলোতে এক হাজার ৮০২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৯ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৯৩ জন। আর মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরের ৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৬২ হাজার ৬৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫৪ হাজার ১৮০ জন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ১৪৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

/এমএন

Exit mobile version