Site icon Jamuna Television

কর্মসূচির নামে তাণ্ডব চালালে এক চুলও ছাড় দেয়া হবে না: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক । ফাইল ছবি।

কর্মসূচির নামে কোনো তাণ্ডব চালালে, এক চুলও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর সিটি করপোরেশনের সম্পত্তি নষ্ট করলে বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র কাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। বিএনপির কর্মসূচির সমালোচনা করে নানক বলেন, ২৮ তারিখ সারাদেশ থেকে সন্ত্রাসী এনে ঢাকায় বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে।

একই অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় বা সিটি করপোরেশনের কোনো সম্পদ নষ্ট করা হলে কাউকে বরদাস্ত করা হবে না। যারা নাশকতা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের বাড়ি ঘেরাও করা হবে বলেও জানান মেয়র। আগামীতে ‘মেয়র কাপ’কে ওয়ার্ড থেকে স্কুল পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কথাও জানান তিনি।

এটিএম/

Exit mobile version