Site icon Jamuna Television

লগি-বৈঠা নিয়ে জনগণকে হত্যা করে আন্দোলন দমাতে চায় ক্ষমতাসীনরা: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লগি-বৈঠা নিয়ে জনগণকে হত্যা করে আন্দোলন দমন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্রেফতার, মামলার পরও অহিংস আন্দোলন করছে বিএনপি। জনগণকে লগি-বৈঠা আর গুলির ভয় দেখিয়ে লাভ হবে না। বাংলাদেশের মানুষ ওই ভয়ের সময় পার করে এসেছে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ আন্দোলনেই সরকার ভয় পেয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশ অহিংস, সুশৃঙ্খল হবে। সরকার ভয়ভীতি দেখিয়ে স্নায়ুযুদ্ধ শুরু করেছে।

/এনকে

Exit mobile version