Site icon Jamuna Television

‘পরিবেশের স্বার্থে ২০২০ সালের মধ্যে ইট ভাটা বন্ধ করতে হবে’

পরিবেশ রক্ষায় কমপক্ষে ১০ বছরের জন্য কংক্রিট ব্লক খাতকে ট্যাক্সমুক্ত রাখা দরকার বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পরিবেশ রক্ষায় পোড়া ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লক’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

টেকসই উন্নয়নের জন্য দেশ ও পরিবেশ বাঁচাতে কংক্রিটের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, কংক্রিট ব্যবহারে মানুষকে আগ্রহী করা হচ্ছে। সেই সাথে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদেরও আহ্বান জানানো হয়েছে। গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশের স্বার্থে ২০২০ সালের মধ্যে ইট ভাটা বন্ধ করতে হবে।

Exit mobile version