Site icon Jamuna Television

ইরানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২১ জনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও প্রায় ২০ জন।দেশটির মধ্যাঞ্চলে ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি রাজধানী তেহরান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরের কিরমান শহরে যাচ্ছিল। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সড়ক ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ ইরান।

ট্রাফিক আইন লঙ্ঘন, অনিরাপদ যানবাহন, অপর্যাপ্ত জরুরি সেবা- নানা কারণে প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় গড়ে প্রায় ১৭ হাজার মানুষের।

Exit mobile version