Site icon Jamuna Television

ইসরায়েলের কড়াকড়ির কারণে মানবিক সহায়তা ব্যাহত হচ্ছে গাজায়: ডব্লিউএফপি  

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কড়াকড়ি আর আমলাতান্ত্রিক জটিলতার কারণেই গাজা উপত্যকায় ধীরগতিতে পৌঁছাচ্ছে মানবিক সহায়তা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এমন মন্তব্য করেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন। খবর রয়টার্সের।

তিনি বলেন, গাজায় প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তার পরিমাণ খুবই অল্প। তবে সেখানে স্বেচ্ছাসেবীদের অবাধ ও নিরাপদ প্রবেশের সুযোগে বাধা দিচ্ছে ইসরায়েল। এ সময় নিরাপদ প্রবেশের সুযোগ করে দেয়ার অনুরোধ জানান তিনি।

সিন্ডি ম্যাককেইনের অভিযোগ, কৃত্তিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে উপত্যকায়। যে কারণে মৃত্যুঝুঁকিতে রয়েছে গাজার বহু বাসিন্দা।

ডব্লিউএফপি জানিয়েছে, ৩টি ট্রাকের খাবার ও পানি ২০ হাজার মানুষের একদিনের চাহিদা পূরণে সক্ষম। গত সপ্তাহ থেকে উপত্যকায় ৭৪টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে। কিন্তু এখনও ভুক্তভোগীদের কাছে পৌঁছানো যায়নি পর্যাপ্ত সহযোগিতা।

/এমএইচ /এএম

Exit mobile version