Site icon Jamuna Television

আ. লীগের সমাবেশ পিছিয়েছে বলে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ‘গুজব’

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, আওয়ামী লীগের এই সমাবেশ স্থগিত করা হয়েছে। সমাবেশের পরিবর্তিত কর্মসূচি পরদিন রোববার ঘোষণা করা হবে।

ছড়িয়ে পড়া সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে বিপ্লব বড়ুয়া লিখেছেন, মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার, তারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামীকাল শনিবার যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।

/এমএইচ/এমএন

Exit mobile version