Site icon Jamuna Television

অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কথা বলার স্বাধীনতা সকলেরই আছে।
সকালে নিজ কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল, দুর্ঘটনায় হতাহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উন্নয়নে সরকার সাধ্যমত কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সাথে সরকার কাজ করছে। যার সফলতা জনগণ বিচার করবে। তৃণমূল পর্যায় থেকে জনগণের ভাগ্যন্নোয়নে চেষ্টা চলছে। অনুষ্ঠানে সাংবাদিকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

সাংবাদিক কল্যাণ ফান্ডে ২০ কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

Exit mobile version