Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলার জেরে অঞ্চলটিতে অতিরিক্ত ৯’শ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর সিএনএনের।

ইসরায়েলে-হামাস সংঘাতের জেরে অঞ্চলটিতে তোপের মুখে পড়েছে মার্কিন সেনারা। কেবল গত সপ্তাহেই ইরাকে ১২ দফা এবং সিরিয়ায় চার দফা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সেনারা। এসব ঘটনার জন্য ইরান সমর্থিত গোষ্ঠীকে দোষারোপ করছে পেন্টাগন।

হামলা চেষ্টা প্রতিহতে অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানো এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে সেনা পাঠানোর এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কোথায় কোথায় সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। কিন্তু কোনো মার্কিন সেনা ইসরায়েলে যাচ্ছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version