Site icon Jamuna Television

আওয়ামী লীগের বিকল্প কেউ নেই: পরিকল্পনামন্ত্রী

ছবি: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান । ফাইল ফটো

সিলেট ব্যুরো:

যারা ভোটের রাজনীতি ভণ্ডুল করতে চায়, তারা ভালো কাজ করছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর কেউ যদি দলগত সহিংসতা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের বিকল্প কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিভাগে কর্মরত ফটো জার্নালিস্টসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এটিএম/

Exit mobile version