Site icon Jamuna Television

আ. লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে: ডিবির অতিরিক্ত কমিশনার হারুন

জননিরাপত্তা ও ঝুঁকির কথা বিবেচনায় রেখেই আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। এ সময় তিনি সমাবেশের নিরপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।

সমাবেশের অনুমতির বিষয়ে ডিবি প্রধান বলেন, আমার ধারণা তারা অনুমতি পাবে। তবে স্থানের বিষয়ে এখনও বলা যাচ্ছে না। স্থানের বিষয়টি খুব দ্রুতই তাদেরকে জানিয়ে দেওয়া হবে।

সমাবেশকে ঘিরে ডিবির একাধিক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখছে বলেও জানান তিনি। এছাড়া, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল টিম কাজ করছে, তা-ও উল্লেখ করেন।

নাশকতার কোনও আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জাবাবে হারুন অর রশিদ বলেছেন, ঢাকায় লাখ লাখ মানুষ ঢুকবে, এ সময় তৃতীয় কোনও পক্ষ অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে। এজন্য টহল পার্টি জোরদার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা আমাদের রুটিন ওয়ার্ক। মহাসমাবেশ বলে মনে হচ্ছে গ্রেফতার হচ্ছে। তবে তা নয়, সবসময়ই এ ধরনের গ্রেফতার হয়।

এদিকে, জামায়াতও সমাবেশ করার ঘোষণা দেয়ার প্রসঙ্গে হারুন অর রশিদ বলেন, দলের নিবন্ধন না থাকলে গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের কথা বললেই তা করতে দেওয়া হবে না। কাকে কোথায় অনুমতি দিতে হবে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচার-বিশ্লেষণ করে দেখবেন।

/এমএন

Exit mobile version