Site icon Jamuna Television

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ মোয়াজ হোসেন (২০), শেখ মাহিম হাসান রাতুল (১৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা জানায়, নিহতরা মোটরসাইকেলে করে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মানিকতলা মোড়ে পৌঁছালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল দুই তরুণ। পরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়। ইতোমধ্যে বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version