Site icon Jamuna Television

মেক্সিকোতে হারিকেনের আঘাতে নিহত ২৭

ছবি: আল জাজিরা।

মেক্সিকোর আকাপুলকোয় হারিকেন ওটিসের তাণ্ডবে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরও চার জন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কর্তৃপক্ষ জানায়, আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ২৬৬ কিলোমিটার। এর ফলে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও বহু বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবনগুলোও। এলাকাটিতে অবকাশ যাপনের জন্য বহু পর্যটক অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, হারিকেনের তাণ্ডবে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

এদিকে ঝড়ের পর থেকে অঞ্চলটির প্রায় ৫ লাখ আবাসিক ও বাণিজ্যিক ভবন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়াও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফলে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

আরএইচ/এটিএম

Exit mobile version