
রাজধানীর নয়াপল্টনেই আগামীকাল শনিবার ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের স্থান নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করা হতে পারে— এমন বিষয় মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে দলটি।
তবে মহাসমাবেশ ঘিরে নিজেদের থেকে সংঘাতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতাকর্মীরা বলছেন, এক বছর ধরে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছে। চূড়ান্ত আন্দোলনের শেষটাও হবে অহিংস ও শান্তিপূর্ণ। এরইমধ্যে নিজেদের অবস্থান প্রশাসনকেও জানিয়ে দিয়েছেন দলটির নেতারা।
এদিকে, উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের রাজপথে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। সমাবেশে বাধা দিলে বিকল্প প্রস্তুতিও চলছে দলটিতে। কোনো কারণে নয়াপল্টনে অনুমতি না দিলে ওই সময়ে পুরো ঢাকায় নেতাকর্মীদের অবস্থান নেয়ার উদ্যোগ নিয়েছে দলটি।
এর আগে, গত ২৫ অক্টোবর রাজধানীতে এক আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের সমাবেশে বাধা দিলে তা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়বে।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply