Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

আরও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তাতে দেশে এই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩১৭-এ দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালগুলোতে এক হাজার ১৪৩১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬৫ এবং ঢাকার বাইরের এক হাজার ৬৬ জন। আর মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরের ৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত দুই লাখ ৬৪ হাজার ০৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৯৪৭ জন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এএস/এটিএম

Exit mobile version