Site icon Jamuna Television

জয়ের খোঁজে নেদারল্যান্ডসের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা

টানা চতুর্থ পরাজয়ের বৃত্ত থেকে বের হতে এবার টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল। খেলাটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল সাকিব আল হাসানের দল। এরপর থেকে টানা হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ হতে বসেছে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ১৩৭ রানে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে, ভারতের কাছে ৭ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১৪৯ রানে। তাই এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। এই ম্যাচে ইনজুরি কাটিয়ে পেসার তাসকিন আহমেদের ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয়া ডাচরাও স্বপ্ন দেখছে দ্বিতীয় জয়ের। তারা টাইগারদের হারাতে মরিয়া। শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর ইডেনে অনুশীলন করে বাংলাদেশ দল। একই সময়ে মাঠে নামে নেদারল্যান্ডসও।

/এনকে

Exit mobile version