Site icon Jamuna Television

গাজায় মানবিক সহায়তায় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার (২৭ অক্টোবর) এক অধিবেশনের ভোটাভুটিতে এ ফলাফল আসে। খবর সিএনএন ও আল জাজিরার।

এদিন জর্ডানের উত্থাপন করা যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট প্রদান করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১৪ সদস্য। এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫ দেশ।

এদিন গাজার নিরীহ বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত ও নির্বিঘ্ন ত্রাণ সহায়তার জোরালো আহ্বান জানায় সাধারণ পরিষদ।

তবে প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। অপরদিকে, মানবিক করিডোর গঠনের প্রস্তাব পাস হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিনিধি। জরুরি ভিত্তিতে তা কার্যকরে তৎপরতা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে তোলা এই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিকদের ওপর নির্বিচার হামলার নিন্দা জানানো হয়। একই সাথে হামাসের কাছে জিম্মি থাকা বেসামরিকদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানায় সদস্যরা।

এমএইচ/এটিএম

Exit mobile version