Site icon Jamuna Television

লেবাননকে ৮-০ গোলে হারালো বাংলাদেশের কিশোরীরা

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের ২য় ম্যাচেও নিজেদের গোল বন্যা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এবার লেবাননকে ৮-০ গোলে হারালো ছোটন শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশের কিশোরীরা। তবে লেবাননও বাহরাইনকে ৮-০ গোলে হারানোয় ধারণা করা হচ্ছিলো প্রতিদ্বন্দ্বিতার। কিন্তু সাজেদা-তহুরাদের দাপটে দাঁড়াতেই পারেনি লেবানন। হ্যাটট্রিক না করতে পারলেও ম্যাচে দুটি করে গোল করেছেন তহুরা, সাজেদা আর শামসুন্নাহার জুনিয়র। একটি করে গোল করেছেন রোজিনা আর আনাই মোগিনি।

গ্রুপ পর্বের ৩য় ম্যাচে শুক্রবার আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।

Exit mobile version