Site icon Jamuna Television

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ২৭তম ম্যাচে আজ সকালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আজকে মাঠে গড়াবে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

৫ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট, অস্ট্রেলিয়ার আছে ৬ পয়েন্ট। সর্বশেষ তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে অজিরা। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, আগের ম্যাচে এবারের আসরে প্রথম হারের স্বাদ পাওয়া নিউজিল্যান্ড জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে। নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়ে দারুণ ছন্দে আছে গত আসরের রার্নাস-আপ নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪১বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৯৫টিতে, নিউজিল্যান্ডের জয় ৩৯টিতে এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।

/এমএইচ

Exit mobile version