Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় প্রাণহানি পরিবারের ১২ সদস্যের, দাফনের পরদিনই ফিরলেন সাংবাদিকতায়

পরিবারের প্রাণ হারানো ১২ সদস্যের জানাজায় আল-জাজিরার গাজায় নিযুক্ত সাংবাদিক।

ইসরায়েলি আগ্রাসনে পরিবারের ১২ সদস্যকে দাফনের পরদিনই কাজে ফিরেছেন গাজায় আল-জাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদোহ। খবর হাফিংটন পোস্টের। এছাড়াও শুক্রবার (২৭ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে আসে।

আল জাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত কাজে ফেরা তার দায়িত্ব। এসময় তাকে গাজার পরিস্থিতিও তুলে ধরতেও দেখা যায়।

গত বুধবার ইসরায়েলের দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত হন দাহদোহ’র স্ত্রী আমনা (৪৪), ছেলে মাহমুদ (১৬), মেয়ে শাম (৭), নাতি’সহ পরিবারের ১২ সদস্য। তারা সবাই দক্ষিণ নুসেইরাতের শরণার্থী শিবিরে আশ্রিত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশনা অনুযায়ী গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে সরে যান তারা।

সাংবাদিক ওয়ায়েল দাহদোহের বড় মেয়ে বিসান (২৭) হামলার সময়ে ঘটনাস্থলে না থাকায় প্রাণে বেঁচে যান। শাশুড়ি হানান (৮১) ইসরায়েলের হামলায় বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আহত হলেও বেঁচে গিয়েছেন তার আরও চার ভাই-বোন। তারা আল-আকসা মারটায়ার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এমএইচ

Exit mobile version