Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা হামাসের

হামাসের দাবি শুক্রবার গভীর রাতে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ছবি: এনডিটিভি।

হঠাৎ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস। শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে ‘পুরো শক্তি’ দিয়ে হামলার মোকাবিলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস।

সংগঠনটি আরও বলছে, ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ চালনোর পরে, হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এদিকে, রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে গাজায় পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।

/এআই

Exit mobile version