Site icon Jamuna Television

অভিনেতা আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।

বিগত চার বছর ধরে জনপ্রিয় এই অভিনেতা মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে থেরাপি নিতে মোটা অংকের টাকা চিকিৎসায় ব্যয় করতে হচ্ছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর আফজাল শরীফ চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এরপরই বুধবার আফজাল শরীফের হাতে অনুদানের এ অর্থ তুলে দিলেন প্রধানমন্ত্রী।

Exit mobile version