Site icon Jamuna Television

বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের ২৭তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।

রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের শততম বিশ্বকাপ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে অজিরা। ক্যাম গ্রিনের পরিবর্তে একাদশে এসেছেন ট্রাভিস হেড। নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন এসেছে। মার্ক চাপম্যানের পরিবর্তে একাদশে ঢুকেছেন জিমি নিশাম।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

/এমএইচ

Exit mobile version