Site icon Jamuna Television

শুরুর অপেক্ষায় বিএনপির মহাসমাবেশ, নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ পরই শুরু হবে দলটির মহাসমাবেশ। তার আগেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে, দিচ্ছেন নানা স্লোগান।

সমাবেশে যোগ দিতে রাত থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ের সামনে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। পাশাপাশি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান দলটির নেতাকর্মীরা। আর নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে থাকবে বিএনপি।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ থেকে সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা।

বিএনপির পাশাপাশি সরকারবিরোধী অন্যান্য দলগুলোও রাজধানীর ১০টি ভিন্ন স্পটে পালন করছে একই কর্মসূচি।

/এমএন

Exit mobile version