Site icon Jamuna Television

বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আজকের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমত টর্নেডো চালাচ্ছেন দুই অজি ওপেনার ডেভিন ওয়ার্নার ও ট্রাভিস হেড। বিশ্বকাপ ইতিহাসে দল হিসেবে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড দখলে নিয়েছে অজিরা। ৮ দশমিক ৫ ওভারেই তারা দলীয় শতক পূর্ণ করে।

এর আগে রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পুরোদমে ব্যাট চালাতে থাকে দুই অজি ওপেনার। নিউজিল্যান্ডের কোনো বোলারকেই রক্ষা দেয়নি এই দুই বাঁহাতি। ২৮ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেয় ওয়ার্নার। অন্যদিকে হেড তার ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করেন ২৫ বলে। যা এই বিশ্বকাপের দ্রুততম ফিফটি হিসেবে ইতোমধ্যে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপে দলীয় দ্রুততম শতকের রেকর্ড রয়েছে ব্ল্যাক ক্যাপসেরদের দখলে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৬ দশমিক ৪ ওভারেই শতক পূর্ণ করেছিল তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫ ওভারে ১৫১!

/এমএইচ

Exit mobile version