Site icon Jamuna Television

টানেল পার হয়ে নিজ হাতে টোল দিলেন প্রধানমন্ত্রী

টানেল পার হয়ে নিজ হাতে টোল প্রদান করে অপার সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় তিনি টানেলে প্রবেশ করেন। এর মাধ্যমে প্রথম যাত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার হলেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রীর কাছ থেকে টানেলের টোল কালেকশন করেন ঝুমুর আক্তার। এরপর তিনি গণ্যমাধ্যমকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী টানেলের প্রথম টোল প্রদানকারী ব্যক্তি। তার কাছ থেকে টোল নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 

এর আগে, সকালে টানেলের উদ্বোধনে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

২০১৫ সালের ২৪ নভেম্বর চীনা কোম্পানি ‘চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাস্তবায়ন কর্তৃপক্ষ সেতু বিভাগ। কর্ণফুলী নদীর দুই পাড়ে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তুলতেই এই প্রকল্প।

৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। টানেলের পূর্ব ও পশ্চিম ও প্রান্তে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। এছাড়া ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ রয়েছে আনোয়ারা প্রান্তে। নদীর তলদেশ থেকে টানেলের সর্বোচ্চ গভীরতা ৩১ মিটার। টানেলে আছে বিপরীতমুখী দুটি টিউব।

এটিএম/

Exit mobile version