Site icon Jamuna Television

গাজায় সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারবো না, তাদের নিজেদেরই ব্যবস্থা করতে হবে: ইসরায়েল

গাজায় দায়িত্বরত সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না ইসরায়েল। শুক্রবার (২৭ অক্টোবর) স্পষ্ট এ বার্তা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর রয়টার্সের।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি’র আবেদনের প্রেক্ষিতে এ কথা জানিয়েছে তেলআবিব।

এ নিয়ে লিখিত এক বার্তায় আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, হামাসের বিরুদ্ধে চলমান সর্বাত্মক অভিযানের মাঝে সাংবাদকর্মীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে নিজেদেরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। এছাড়া বেসামরিক ও সাংবাদিকদের টার্গেট করে হামাস ইচ্ছাকৃত অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করে দখলদার বাহিনী। ইসরায়েলের এমন জবাবে উদ্বেগ জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এসজেড/

Exit mobile version