Site icon Jamuna Television

গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ, স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সংস্থাগুলোর

গাজায় ত্রাণ সরবরাহকারী বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবকদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রেডক্রিসেন্ট, এমএসএফসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা বলছে, গাজায় কর্মরত কর্মীদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না তারা। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গাজায় ইসরায়েলি হামলার পরিধি বাড়ানোর পরপরই কর্মীদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এসব সংস্থার।

এদিকে, ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গাজার প্রায় ২৩ লাখ অবরুদ্ধ বাসিন্দা। একদিকে সুপেয় পানি এবং জ্বালানি নেই। অন্যদিকে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। হাসপাতালগুলোতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম নেই। এর ফলে উপত্যকায় সৃষ্টি হয়েছে নারকীয় পরিস্থিতি।

এসজেড/

Exit mobile version