Site icon Jamuna Television

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাস ভাঙচুরের অভিযোগ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই বিএনপির কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার পর শান্তি সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে করে যাচ্ছিলেন। সেটি কাকরাইল মোড়ে পৌঁছালে রাস্তায় থাকা বিএনপির নেতাকর্মীরা বাসটিতে ভাঙচুর চালায়। এ সময় বাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বাস চালক জানিয়েছেন, কাকরাইল মোড়ে পৌঁছালে বাসে আতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন একজন। আহত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের ভান্ডার রক্ষক পদে চাকরি করেন।

এদিকে, হাইকোর্ট মোড়ে মারপিট ও ছুরিকাঘাতে বনানী থানার এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তার দাবি, বিএনপি কর্মীরা তাকে ছুরিকাঘাত করেছে।

/এমএন

Exit mobile version