Site icon Jamuna Television

টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ; মিলবে জয়ের দেখা?

বিশ্বকাপের ২৮তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। বিশ্বকাপে এটি বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ। এই ম্যাচ হারলে বিশ্বকাপের লড়াই থেকে এক প্রকার ছিটকে যাবে টাইগাররা। এ পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে সাকিব-লিটনরা।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে ঢুকেছেন শেখ মেহেদী ও পেসার তাসকিন। বাদ পড়েছেন নাসুম ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশেও এসেছে দুই পরিবর্তন। একাদশে নেই রুলফ ভ্যান ডার মারওয়ি ও তেজা। তাদের পরিবর্তে এসেছেন শারিজ ও উইসলি বারেস।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, শারিজ আহমাদ, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, উইসলি বারেস, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত ও পল ভ্যান ম্যাকেরান।

/এমএইচ

Exit mobile version