Site icon Jamuna Television

রাজশাহীতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে গৃহবধূ শামীমা আক্তার হত্যা মামলায় স্বামী আব্দুল কুদ্দুছের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

রায়ে বলা হয়, ২০১৪ সালে বাগমারার সাইধারা গ্রামের বাড়িতে শামীমার লাশ পাওয়া যায়। শ্বশুর বাড়ির পক্ষ থেকে দাবি করা হয় শামীমা আত্মহত্যা করেছেন। পরে নিহতের বাবা আক্কাছ আলী বাদি হয়ে স্বামী কুদ্দুছসহ শশুরবাড়ির চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দোষ প্রমাণিত না হওয়ায় কুদ্দুছের মা ও দুই ভাইকে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Exit mobile version