Site icon Jamuna Television

বিএনপি ফাউল করেছে, লাল কার্ড দেখাতে হবে: ওবায়দুল কাদের

ঢাকায় মির্জা ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটিকে লাল কার্ড দেখাতে হবে।

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আজকে চট্টগ্রামে খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে ভোটচুরি, লুটপাট, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি ফাউল করেছে, লাল কার্ড দেখাতে হবে। বিএনপিকে পালাতে বাধ্য করানো হবে বলেও জানান তিনি। এসময় নেতাকর্মীদের প্রস্তত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এসজেড/

Exit mobile version