Site icon Jamuna Television

রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ১১ লাখ টাকার হেরোইনসহ রুহুল আমিন (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র‍্যাব। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরভূবন এলাকার মৃত সাবেয়ার রহমানের ছেলে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুহল আমিনকে আটক করা হয়। সেই সাথে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয়।

পরবর্তীতে, ওই প্লাস্টিকের বস্তায় তল্লাশি করে ভেতর থাকা বেগুনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা। এ নিয়ে ওই মাদক কারবারির বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএস/

Exit mobile version