Site icon Jamuna Television

আগামীকাল সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা ওবায়দুল কাদেরের

আগামীকাল সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রোববার (২৯ অক্টোবর) দেশের প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড ও থানায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে, রোববার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, মহাপতনের যাত্রা শুরু হয়েছে বিএনপির। এই হরতাল কেউ মানবে না। এটা বিএনপির ভোতা অস্ত্র। এই অস্ত্র আর কাজে দেবে না।

কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের গেটে হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কেনো আজকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করলো, এর জবাব দিতে হবে বিএনপিকে। এদের বিরুদ্ধে খেলা হবে। পুলিশের গায়ে হাত দিয়েছে, একজনকে মেরে ফেলেছে। মুখে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে, পুরানো চেহারা দেখালো আজ। এদের বিরুদ্ধে খেলা হবে।

এসজেড/

Exit mobile version