Site icon Jamuna Television

রাতে রাজধানীতে মোতায়েন থাকবে বিজিবি

ফাইল ছবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সারারাত রাজধানীতে ৫ প্ল্যাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে রমনায় ১ প্ল্যাটুন, মতিঝিলে ও পল্টনে ২ প্ল্যাটুন করে বিজিবি টহল দেবে।

শনিবার (২৮ অক্টোবর) বিজিবির সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে নিরাপত্তার জন্য আগে থেকেই ৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, সচিবালয়ে আছে ২ প্লাটুন। সব মিলিয়ে ১১ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েন আছে। এছাড়াও ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।

এর আগে, আজ দুপুরে কাকরাইল এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।

দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতা-কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এরপর থেকে সেখানে উত্তেজনার শুরু। সেখানে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা।

এদিকে, রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

এসজেড/

Exit mobile version