Site icon Jamuna Television

৬ উইকেটের পতন, বড় হারের শঙ্কায় বাংলাদেশ

নেদারল্যান্ডসের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭০ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ। লিটন-তানজিদের পর সাজঘরে ফিরে গেছেন শান্ত-সাকিব-মিরাজ-মুশফিকরা। তাদের বিদায়ে সহজ লক্ষ্যও এখন কঠিন হয়ে গেছে বাংলাদেশের সামনে।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানেই সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ইনিংসের ৪ দশমিক ২ ওভারে আরিয়ানের শিকার হয়ে ফেরার আগে লিটন করেন ১২ বলে মাত্র ৩ রান। তিনি উইকেটরক্ষক এডওয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ। ১৬ বলে ৩ চারে ১৫ করা তানজিদও ফিরে যান দলের ১৯ রানে। ভ্যান বিকের বলে তিনিও ধরা পড়েন উইকেটরক্ষকের হাতে। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৩৯ রান।

এই ম্যাচে নাজমুল হোসেন শান্তও আশাহত করেছেন দলকে। ১৮ বলে মাত্র ৯ রান করে ম্যাকেরেনের শিকার হয়ে ফেরেন শান্ত। সাকিব ফেরেন ৫ রানে। মিরাজ ৩৫ এবং মুশফিক ১ রানে বিদায় নেয়ায় হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

/এনকে

Exit mobile version