Site icon Jamuna Television

গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে ৪-৫ জন যুবক কোনাবাড়ি কলেজগেটে থাকা একটি আজমেরি বাসে ভাঙচুর শুরু করে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে লোকজন দেখে তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফুল উদ্দিন বলেন, একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি ৷ কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা ঘটাতে পারে।

এএস/

Exit mobile version